ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শাহজালালে ১০৭ কার্টন বিদেশি সিগারেট জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, মে ৬, ২০১৫
শাহজালালে ১০৭ কার্টন বিদেশি সিগারেট জব্দ

ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০৭ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বুধবার (০৬ মে) বিকেল ৪টায় পাকিস্তানের করাচি থেকে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে সিগারেটগুলি জব্দ করেন এপিবিএন সদস্যরা।

যাত্রীরা হলেন, সালাম, নুর ও আব্দুর রহমান।

এপিবিএনের সহকারী কমিশনার (মিডিয়া) তানজিনা আক্তার বাংলানউজকে এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, পাকিস্তান থেকে আসা ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণের পর যাত্রীরা নেমে আসার সময় তিনজনকে সন্দেহ করে এপিবিএন’র সদস্যরা। তাদের বহনকৃত লাগেজে তল্লাশি করে ১০৭ কার্টন ব্ল্যাক সিগারেট পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ওই তিন যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তানজিনা আক্তার।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, মে ০৬, ২০১৫
এসজেএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ