ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুন্দরবনে সারবাহী জাহাজডুবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, মে ৫, ২০১৫
সুন্দরবনে সারবাহী জাহাজডুবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: সুন্দরবনের ভোলা নদীতে তলা ফেটে এমভি জাবালে মুর নামে সারবাহী একটি কার্গো জাহাজ আংশিক ডুবে গেছে।

মঙ্গলবার (৫ মে) বিকেলে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের মরা ভোলা এলাকার ডুবোচরে আটকা পড়া ওই জাহাজটি উদ্ধার করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।



সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কামাল উদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাহাজটি উদ্ধার করতে দুটি কার্গো অভিযান শুরু করছে।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কামাল উদ্দিন আহমেদ জানান, গত ৩ মে মংলা বন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সারবাহী ওই কার্গো জাহাজটি বিকেল ৫টার দিকে সুন্দরবনের ভোলা নদীর মরাভোলার ডুবোচরে আটকা পড়ে।

মঙ্গলবার সকালে মালিকপক্ষ জাহাজটি উদ্ধার করতে মেসার্স নুরুল হক ও এমভি সাদি নামে দুটি কার্গো নিয়ে সুন্দরবনের ওই এলাকায় আসে।

এ সময় উদ্ধারকারী কার্গো দুটি উদ্ধারকাজ শুরু করলে হঠাৎ তলা সারবাহী জাহাজের তলা ফেটে যায়। এতে জাহাজের ভেতরে পানি উঠে একটি অংশ নিমজ্জিত হতে শুরু করেছে।

বর্তমানে জাহাজে থাকা সার সরিয়ে নিতে মালিকপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি জানান।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, কার্গো জাহাজটি ৬৭০ মেট্রিকটন মিউরেট অব ‍পটাশ (এমওপি) সার নিয়ে মংলা বন্দর ছাড়ে বলে শুনেছি।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, মে ০৫, ২০১৫/আপডেট: ২০১৫ ঘণ্টা
এসআই/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ