ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাংলাদেশ-ভারতের সুসম্পর্ক অটুট থাকবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪০ ঘণ্টা, মে ৩, ২০১৫
বাংলাদেশ-ভারতের সুসম্পর্ক অটুট থাকবে

সুনামগঞ্জ: ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার বলেছেন, ভারত-বাংলাদেশের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে তা চিরকাল অটুট থাকবে।

শনিবার (০২ মে)   রাতে  সুনামগঞ্জ শহীদ আবুল হোসেন মিলনায়তনে এক সংর্বধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।



সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চেম্বারের সভাপিত খায়রুল হুদা চপলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়মী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

বিশেষ অতিথি ছিলেন- সুনামগঞ্জ সদর আসনের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, পুলিশ সুপার মো. হারুণ অর রশীদ, সুনামগঞ্জ-৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার, সুনামগঞ্জ পৌর মেয়র আয়ুব বখত জগলুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, মে ০৩,২০১৫
 এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ

welcome-ad