ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মানিকগঞ্জে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
মানিকগঞ্জে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দক্ষিণ জামশা গ্রামে শিশু জুয়েল (৭) হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আদালতের বিচারক আল মাহমুদ ফায়জুল কবীর এ রায় দেন।



মামলার বিবরণে বলা হয়- আসামি রুবেল ও আতোয়ার ২০০৩ সালের ৬ ডিসেম্বর বিকেলে দক্ষিণ জামশা গ্রামে সালাম পীরের বাড়ি থেকে জুয়েলকে ডেকে নিয়ে হত্যা করে। এ সময় জুয়েলের গলায় থাকা সোনার চেইন ও হাতের আংটি নিয়ে পালিয়ে যান তারা।

পরদিন সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘদিন পর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি মথুর নাথ সরকার ও আসামিপক্ষে এ কে এম কায়সার।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ