ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেসবুকে মহানবীকে কটূক্তি করায় কারাগারে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
ফেসবুকে মহানবীকে কটূক্তি করায় কারাগারে

ঢাকা: মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে ফেসবুকে কটুক্তি করায় নিখিল রঞ্জন রায় ওরফে প্রিন্স রায় নামে এক ব্যক্তিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ট্রাইব্যুনালের বিচারক কেএম শামসুল আলম এ নির্দেশ দেন।



সংশ্লিষ্ট ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) নজরুল ‍ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রসিকিউটর জানান, বুধবার দুপুরে নিখিল রঞ্জন রায় ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

২০১৩ সালের ৫ অক্টোবর নিখিল রঞ্জন রায় ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করেন বলে মামলা রয়েছে তার বিরুদ্ধে।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
এমআই/এসএন/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ