ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল বিঘ্নিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল বিঘ্নিত

মুন্সীগঞ্জ: ঝড়ো বাতাসে পদ্মায় বড় বড় ঢেউ সৃষ্টি হওয়ায় শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে।   
  
এতে রোববার (১৯ এপ্রিল) রাত ৮টা থেকে ৬টি ডাম্প ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

বর্তমানে রো রো ফেরিসহ ১০টি ফেরি দিয়ে নৌরুট চালু রাখা হয়েছে।   
  
প্রতিকূল আবহাওয়ায় ফেরিগুলো নিজ গন্তব্যে পৌঁছাতে নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি সময় নিচ্ছে। এতে যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন।
  
এছাড়া, ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় নৌরুটের উভয়পাড়ে কয়েকশ’ যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়ে রয়েছে।  
  
বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারী জানান, ঝড়ো বাতাসে পদ্মা উত্তাল থাকায় ডাম্প ফেরি চলাচল করতে পারছে না। বর্তমানে ১০টি ফেরি দিয়ে নৌরুটে চালু রাখা হয়েছে। পরিস্থিতির অবনতি হলে সেগুলো বন্ধ রাখা হবে।   
  
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ১৯ এপ্রিল ২০১৫        
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ