[x]
[x]
ঢাকা, বুধবার, ৬ চৈত্র ১৪২৫, ২০ মার্চ ২০১৯
bangla news

বর্ণিল সাজে উৎসব আনন্দে মেতেছে বরিশাল

362 |
আপডেট: ২০১৫-০৪-১৪ ৫:৪৫:০০ এএম
ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে বর্ণিল সাজে আনন্দে মেতেছে বরিশাল। বরিশাল চারুকলার আয়োজনে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় ঐতিহ্যবাহী ব্রজমোহন (বিএম) বিদ্যালয়ের তমালতলা থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

বরিশাল: বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে বর্ণিল সাজে আনন্দে মেতেছে বরিশাল। 

বরিশাল চারুকলার আয়োজনে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় ঐতিহ্যবাহী ব্রজমোহন (বিএম) বিদ্যালয়ের তমালতলা থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি কালিবাড়ি রোড, সদর রোড, গির্জা মহল্লা, ফলপট্টি, চকবাজার, বাজার রোড, স্ব-রোড, হাসপাতাল রোডসহ নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বরিশাল সিটি কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। এসময় সেখানে সম্মাননা দেওয়া হয় বীর মুক্তিযোদ্ধাদের।

এর আগে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শহীদুল আলম ও প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব মীর মুজতবা আলী।

বর্ণিল সাজে বের হওয়া শোভাযাত্রার সম্মুখভাবে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা বহন করেন জাতীয় পতাকা।

মঙ্গল কামনায় ছিল মঙ্গল সড়া। শোভাযাত্রার শেষভাগে ছিল বাঁশ ও কাগজের তৈরি বিশালাকার কুমির।

বাংলার বিদ্রোহের প্রতীক হিসেবে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ‘বিদ্রোহী’ মডেলের মতো বিদ্রোহী ষাঁড় ছিল এবারের শোভাযাত্রার অন্যতম আকর্ষণ।

শোভাযাত্রার শুরুতে তমালতলার প্রাঙ্গণে চারুকলার পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়।

এর আগে সকাল সাড়ে ৬টায় একই স্থানে উদীচী আয়োজিত প্রভাতি অনুষ্ঠান হয়।

অনুষ্ঠান উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল সেন। এসময় ৩২টি সংগঠনকে সম্মাননা দেওয়া হয়।

সেখানে সকাল ৮টায় ঢাকের তালে তালে রাখি উৎসবের উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক মো. শহীদুল আলম ও মীর মুজতবা আলী।

এসময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শৈবাল কান্তি চৌধূরীসহ সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

পাশাপাশি খেলাঘরের আয়োজনে সকালে নগরের অশ্বিনী কুমার হল প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এসময় সেখান থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজে নাচ-গানের মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠান হয়। বরিশাল প্রেসক্লাবে বর্ষবরণে আয়োজন করা হয় পান্তা-ইলিশের।

এছাড়াও নগরের প্লানেট ওয়ার্ল্ড শিশু পার্কে বর্ষবরণকে ঘিরে অনুষ্ঠানের পাশাপাশি শিশুদের জন্য চলছে চিত্তবিনোদনের সুযোগ। মঙ্গল শোভাযাত্রা ছাড়াও উদীচী এককভাবে বিএম বিদ্যালয়ে তিনদিনের বৈশাখী মেলার আয়োজন করেছে। আমানতগঞ্জে চাঁদের হাট আয়োজন করেছে বর্ষবরণের। সেখানে বৈশাখী মেলা ও পান্তা ইলিশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পাশাপাশি নগরের ত্রিশ গোডাউন, মুক্তিযোদ্ধা পার্ক, স্বাধীনতা পার্কসহ বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছে তরুণ-তরুণীরা।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৫
এসআই

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db