[x]
[x]
ঢাকা, বুধবার, ৬ চৈত্র ১৪২৫, ২০ মার্চ ২০১৯
bangla news

নওগাঁয় যুবকের মৃতদেহ উদ্ধার

262 |
আপডেট: ২০১৫-০৪-১০ ২:৫০:০০ এএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

নওগাঁ শহরের ডিগ্রি কলেজ মোড় থেকে মোমিনুল ইসলাম (২৭) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃত মোমিনুল বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার বাসিন্দা আব্দুর রহমানের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

নওগাঁ: নওগাঁ শহরের ডিগ্রি কলেজ মোড় থেকে মোমিনুল ইসলাম (২৭) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃত মোমিনুল বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার বাসিন্দা আব্দুর রহমানের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সামসুল আলম বাংলানিউজকে জানান, সকালে ডিগ্রি কলেজের পেছনে ময়লা ফেলার ডোবায় মোমিনুলের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, মৃতদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মোমিনুল আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
এএটি/আরএ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14