ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

২ মেয়রসহ ৫৩ কাউন্সিলর পদপ্রার্থীর আপিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৫
২ মেয়রসহ ৫৩ কাউন্সিলর পদপ্রার্থীর আপিল

ঢাকা: মনোনয়নপত্রের বৈধতা চেয়ে দুই মেয়রসহ ৫৩ কাউন্সিলর পদপ্রার্থী ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে আপিল করেছেন।
 
শুক্রবার (০৩ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমানের কাছে তারা এ আপিল করেন।


 
ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) উত্তর ও দক্ষিণ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা তাদের মনোনয়নপত্র বাতিল করেন।
 
বিভাগীয় কমিশনার কার্যালয়ের যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আপিলকারীদের মধ্যে রয়েছেন উত্তরের মেয়র পদপ্রার্থী মো. নাঈম হাসান। মনোনয়ন পত্র জামা দেওয়ার সময় ঘোড়ার গাড়ি চেপে আসায় তাকে ২০ হাজার টাকা জরিমানা গুণতে হয়েছিলো।

এছাড়া উত্তর সিটি নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ১৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে চারজন আপিল করেছেন।
 
এদিকে, দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থীতা চেয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন মো. বাবুল সরদার চাখারী। আবার কাউন্সিলর পদে ২৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থীতা চেয়ে আপিল করেছেন আটজন।

বৃহস্পতিবার (০৩ এপ্রিল) উত্তরে আবদুল আউয়াল মিন্টু, দক্ষিণে মো. নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টু ও মো. রেজাউল করিম চৌধুরী মেয়র পদে তাদের প্রার্থীতা চেয়ে আপিল আবেদন করেন।

শনিবার (০৫ এপ্রিল) থেকে এসব আপিল আবেদনের শুনানি করবেন বিভাগীয় কমিশনার।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ