[x]
[x]
ঢাকা, বুধবার, ৬ চৈত্র ১৪২৫, ২০ মার্চ ২০১৯
bangla news

কালিয়াকৈরে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

201 |
আপডেট: ২০১৫-০৪-০৩ ৪:১২:০০ এএম
ছবি: বাংলা্নিউজটোয়েন্টিফোর.কম

ছবি: বাংলা্নিউজটোয়েন্টিফোর.কম

আইন-শৃঙ্খলার বিভিন্ন দিক নিয়ে গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ এপ্রিল) সকানে থানা কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।

গাজীপুর: আইন-শৃঙ্খলার বিভিন্ন দিক নিয়ে গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৩ এপ্রিল) সকানে থানা কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে কালিয়াকৈর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং কমিউনিটি পুলিশিং এর কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।

আগামী ৯ এপ্রিল গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকা‍রি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে কমিউনিটি পুলিশিং এর জেলা সমাবেশের প্রস্তুতি নিয়েও নানা আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- গাজীপুর জেলা পুলিশ সুপার মো. হারুন-অর-রশিদ।

কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. নাছিম কবীরের সভাপতিত্বে এতে অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর সার্কেল) মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ সার্কেল) মো. দেলোয়ার হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মনোয়ার হোসেন, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর ফারুক, পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৫

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db