ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কালিয়াকৈরে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৫
কালিয়াকৈরে ওপেন হাউস ডে অনুষ্ঠিত ছবি: বাংলা্নিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: আইন-শৃঙ্খলার বিভিন্ন দিক নিয়ে গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৩ এপ্রিল) সকানে থানা কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।



অনুষ্ঠানে কালিয়াকৈর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং কমিউনিটি পুলিশিং এর কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।

আগামী ৯ এপ্রিল গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকা‍রি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে কমিউনিটি পুলিশিং এর জেলা সমাবেশের প্রস্তুতি নিয়েও নানা আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- গাজীপুর জেলা পুলিশ সুপার মো. হারুন-অর-রশিদ।

কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. নাছিম কবীরের সভাপতিত্বে এতে অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর সার্কেল) মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ সার্কেল) মো. দেলোয়ার হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মনোয়ার হোসেন, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর ফারুক, পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ