ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

২ এপ্রিল থেকে স্বাধীনতা দিবস টেনিস

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
২ এপ্রিল থেকে স্বাধীনতা দিবস টেনিস ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগামী ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘নর্দান হ্যাচারি স্বাধীনতা দিবস ক্লাব কাপ টেনিস টুর্নামেন্ট। ’ এ আসরে মোট ২২টি দল অংশ নিচ্ছে।

সবগুলো খেলা গুলশান ইয়ুথ ক্লাবে অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে সোমবার রমনাস্থ টেনিস ফেডারেশনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শওকত হোসেন (সাধারণ সম্পাদক, জিওয়াইসি); হুমাযুন কবির (সহ-সভাপতি, জিওয়াইসি); খালেদ আহমেদসহ (সদস্য, জিওয়াইসি) ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ।

এ আসরে শুধু ডাবলস ক্যাটাগরিতে খেলা অনুষ্ঠিত হবে। প্রতিটি দলে ৭ জন করে খেলোয়াড় অংশ নিচ্ছে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রাসার্সআপ দলকে ট্রফি প্রদান করা হবে।  

এ আসরের বর্তমান চ্যাম্পিয়ন গুলশান ক্লাব ও রানার্সআপ অফিসার্স ক্লাব। ২-১২ এপ্রিল পর্যন্ত চলবে এ টুর্নামেন্টটি।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ৩০ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

খেলা এর সর্বশেষ

welcome-ad