bangla news

লেমিস-নওরিনের ‘প্রেমে পড়েছি’

508 |
আপডেট: ২০১৫-০৩-১৬ ৬:৩৩:০০ এএম
কাজী নওরিন ও লেমিস

কাজী নওরিন ও লেমিস

কাজী নওরিনের সুরে একটি রক ঘরানার গানে কন্ঠ দিলেন প্লেব্যাক গায়িকা লেমিস। এর শিরোনাম ‘প্রেমে পড়েছি’। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন । এই গানের মাধ্যমে প্রথমবারের মত একসঙ্গে কাজ করলেন তারা।

কাজী নওরিনের সুরে একটি রক ঘরানার গানে কন্ঠ দিলেন প্লেব্যাক গায়িকা লেমিস। এর শিরোনাম ‘প্রেমে পড়েছি’। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন । এই গানের মাধ্যমে প্রথমবারের মত একসঙ্গে কাজ করলেন তারা। গান গাওয়ার পাশাপাশি বর্তমানে পূর্নাঙ্গ সুরকার-সংগীত পরিচালক হিসেবে কাজ করছেন কাজী নওরিন।


লেমিস বাংলানিউজকে বলেন, ‘গানটি ভালো হয়েছে। পহেলা বৈশাখে প্রকাশ পেতে যাওয়া একটি মিশ্র অ্যালবামে ঠাই পাবে এটি।’


অন্যদিকে কয়েক বছর ধরেই দুটি একক ছাড়াও নওরিনের সুর-সংগীতে বেশ কয়েকটি মিশ্র অ্যালবাম বাজারে রয়েছে। 


কাজী নওরিন বলেন,  ‘রক ঘরানার গান আমার খুব পছন্দের। এবার লেমিসের জন্য এরকম একটি গান করতে পেরে ভাল লাগছে। গানটির কথাও চমৎকার।’


বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2015-03-16 06:33:00