ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বহদ্দারহাট বাস টার্মিনালে পুলিশ ক্যাম্প

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
বহদ্দারহাট বাস টার্মিনালে পুলিশ ক্যাম্প ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনালে একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। বুধবার বিকেলে নগর পুলিশ কমিশনার মোহা.আব্দুল জলিল মন্ডল পুলিশ ক্যাম্পের উদ্বোধন করেন।



চট্টগ্রামের পরিবহন মালিক-শ্রমিকরা দীর্ঘদিন ধরে বহদ্দারহাট বাস টার্মিনালে একটি পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন। এ দাবি মেনে নগর পুলিশ কর্তৃপক্ষ ১০ সদস্যের একটি ক্যাম্প স্থাপন করেছে।

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (পূর্বাঞ্চল) সভাপতি মৃণাল চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পুলিশ কমিশনার মোহা.আব্দুল জলিল মন্ডল, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) একেএম শহিদুর রহমান, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) মাসুদ-উল-হাসান, উপ পুলিশ কমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ।   

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ