bangla news

রংপুরে ড. ওয়াজেদ মিয়ার জন্মদিন উদযাপিত

262 |
আপডেট: ২০১৫-০২-১৬ ৮:০৫:০০ এএম
ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী ড. এমএ ওয়াজেদ মিয়ার ৭৩তম জন্মদিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রংপুরের পীরগঞ্জ ফতেপুরে মরহুমের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

রংপুর: রংপুরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী ড. এমএ ওয়াজেদ মিয়ার ৭৩তম জন্মদিন উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রংপুরের পীরগঞ্জ ফতেপুরে মরহুমের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় ড. এমএ ওয়াজেদ মিয়া ফাউন্ডেশনের আহ্বায়ক একেএম সায়াদত হোসেন বকুল, ড. এমএ ওয়াজেদ স্মৃতি সংসদের সভাপতি অ্যাভোকেট আব্দুল গণি, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া রংপুর জেলা পরিষদ প্রাঙ্গণে ড. এমএ ওয়াজেদ মিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা ও  কবিতা আবৃত্তির আয়োজন করা হয়।

পরে বিকেলে রংপুর জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এতে বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত ও জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2015-02-16 08:05:00