ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সরকারি প্রতিষ্ঠানের কাছে বিটিসিএল’র পাওনা ৫৯ কোটি

বাংলানিউজটিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
সরকারি প্রতিষ্ঠানের কাছে বিটিসিএল’র পাওনা ৫৯ কোটি

জাতীয় সংসদ ভবন থেকে: সরকারের বিভিন্ন প্র্রতিষ্ঠানের কাছেই বিটিসিএল এর পাওনা ৫৯ কোটি ২৫ লাখ ৩৭ হাজার ২০৪ টাকা। এসব বকেয়া বিল পরিশোধের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে সংসদে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওবায়দুল কাদের।


 
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদে এ তথ্য জানান।
 
সংসদে মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী বকেয়া বিলের তালিকায় শীর্ষে রয়েছে জন প্রশাসন মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের বকেয়া রয়েছে ১০ কোটি ৯ লাখ ৫ হাজার ২৪৬ টাকা। এরপরেই রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদের কাছে পাওনা ৮ কোটি ৩১ লাখ ৬১ হাজার ২৮০ টাকা। তৃতীয় স্থানে রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের কাছে পাওনা ৫ কোটি ৮৬ লাখ ৪৬ হাজার ৩১২ টাকা।

মনোয়ারা বেগমের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা ১২ কোটি ৩ লাখ। মোবাইল ফোনে চাঁদা দাবি, হুমকি প্রদান, ভয়ভীতি প্রদর্শন ও উত্যক্তকরণসহ বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধকল্পে বিটিআরসি থেকে মোবাইল অপারেটরদের জন্য অবশ্য পালনীয় সংযোগ (রিম/সিম) এর গ্রাহক নিবন্ধন সংক্রান্ত গাইড লাইন জারি করা হয়েছে।

এছাড়া মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অবৈধ অর্থ লেনদেন ও অপরাধ মোকাবেলায় ন্যাশনাল আইডি ইন্টিগ্রেশনের মাধ্যমে মোবাইল সিম রেজিস্ট্রেশন কার্য করা হচ্ছে। চলতি বছরের মার্চের মধ্যেই এ সংক্রান্ত কার্যাদেশ চূড়ান্ত করা হবে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ