ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সহিংসতা বন্ধের দাবিতে খুলনায় মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
সহিংসতা বন্ধের দাবিতে খুলনায় মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: সারা বাংলাদেশে বিএনপি-জামায়াতের হরতালের নামে মানুষ পোড়ানো, এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত করার প্রতিবাদ এবং সাধারণ মানুষের হত্যাকারী খালেদা জিয়ার গ্রেফতারের দাবিতে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধনের আয়োজনে করে খুলনা মহানগর ছাত্রলীগ।



মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজালাল হোসেন সুজনের পরিচালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন মহানগর ছাত্রলীগের সভাপতি দেব দুলাল বাড়ৈ বাপ্পী।
ছাত্রলীগের মহানগর শাখার নেতাকর্মীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আন্দোলনের নামে বিএনপি-জামায়াত পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করছে। যা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। এসব কর্মকাণ্ড প্রতিহত করতে হবে। রুখে দাঁড়তে হবে সবাইকে।

এছাড়া লাগাতার অবরোধ ও হরতালের বিপক্ষে খুলনায় মিছিল করেছে আওয়ামী লীগ।

দুপুরে অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান।

বাংলাদেশ সময় :  ১৪১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ