ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

ময়মনসিংহে সাহিত্য সংসদের বীক্ষণ আসর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
ময়মনসিংহে সাহিত্য সংসদের বীক্ষণ আসর ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ‘জাগাইছে জনে জনে প্রজ্ঞাস্পন্দন’ স্লোগান নিয়ে ময়মনসিংহ সাহিত্য সংসদের বীক্ষণ আসর-১৬১৪ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কাচারিঘাট ঐতিহ্যবাহী সাহিত্য সংসদের খোলা মঞ্চে ‘চেতনা : ১৯৫২ থেকে ২০১৫’র আলোকে স্থানীয় কবি সাহিত্যিকদের নিয়ে বসেছিলো ব্যতিক্রমী এ আসর।


 
কবি মুশাররাফ করিমের সভাপতিত্বে এ বীক্ষণ আসরে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মফিজুন নূর খোকা ও অধ্যাপক ভাস্কর সেনগুপ্ত।

এসময় কবি আলী ইউসুফের সঞ্চালনায় ময়মনসিংহের স্বনামধন্য কবি-সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। পরে কবিদের স্বরচিত কবিতা পাঠ আসরের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিল্প-সাহিত্য এর সর্বশেষ