ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফের ৪ দিনের রিমান্ডে দুদু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
ফের ৪ দিনের রিমান্ডে দুদু শামসুজ্জামান দুদু

ঢাকা: রাজধানীর রুপনগর থানার গাড়ি ভাংচুর, ককটেল নিক্ষেপ ও পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার একটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মিরপুর থানার গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপের পৃথক পৃথক তিন মামলায় টানা ১১ দিনের রিমান্ডে ছিলেন দুদু।

রিমান্ড শেষে রোববার (৮ ফেব্রুয়ারি) দুদুকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। তাকে রুপনগর থানার ওই মামলায় ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় থানা পুলিশ।
 
শুনানি শেষে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালত।

রাজধানীর মিরপুর থেকে গত ১১ জানুয়ারি রাত ৯টায় দুদুকে আটক করে পুলিশ। তিনি মিরপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে তাকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ