bangla news

পাঁচ বছরে ১৬ হাজার ৭শ’ ৭৪টি ধর্ষণ মামলা

302 |
আপডেট: ২০১৫-০১-২৫ ৭:২৬:০০ এএম

গত পাঁচ (২০০৯-১৪) বছরে দেশে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ২ লাখ ৫৮ হাজার ৫২টি। এসব নির্যাতনের ঘটনায় বিভিন্ন থানায় মামলা হয়েছে। মামলাগুলোর মধ্যে ধর্ষণ মামলা রয়েছে ১৬ হাজার ৭শ’ ৭৪টি।

জাতীয় সংসদ ভবন থেকে: গত পাঁচ (২০০৯-১৪) বছরে দেশে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ২ লাখ ৫৮ হাজার ৫২টি। এসব নির্যাতনের ঘটনায় বিভিন্ন থানায় মামলা হয়েছে। মামলাগুলোর মধ্যে ধর্ষণ মামলা রয়েছে ১৬ হাজার ৭শ’ ৭৪টি।

পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্য তুলে ধরে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি সংসদে এ তথ্য জানান।
 
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে মিসেস আমিনা আহমেদের লিখিত প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
 
বেগম সানজিদা খানমের অপর এক প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, স্বল্পমূল্যে কর্মজীবী মহিলাদের নিরাপদ আবাসন সুবিধা প্রদানে সরকারের তত্ত্বাবধানে বর্তমানে ৭টি কর্মজীবী মহিলা হোস্টেল পরিচালিত হচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে নীলক্ষেত কর্মজীবী মহিলা হোস্টেল; বেগম রোকেয়া কর্মজীবী মহিলা হোস্টেল, খিলগাঁও; নওয়াব ফয়জুন্নেসা কর্মজীবী মহিলা হোস্টেল, মিরপুর-১।

এছাড়া ঢাকার বাইরে রয়েছে কর্মজীবী মহিলা হোস্টেল চাঁদগাও, চট্টগ্রাম; খুলনার বয়রায় কর্মজীবী মহিলা হোস্টেল, যশোর কর্মজীবী মহিলা হোস্টেল এবং রাজশাহীর বিলসিমলা কর্মজীবী মহিলা হোস্টেল।
 
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

** সওজ’র কোনো রাস্তাই বেহাল দশায় নেই
** শিগগিরই বাস টার্মিনালে ডিজিটাল ব্যানারে ভাড়ার তালিকা
** পদ্মাসেতু নিয়ে কথা কম
** অধিবেশন শুরু, চলছে মন্ত্রীদের প্রশ্নোত্তর

** অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যাওয়ার আহ্বান

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2015-01-25 07:26:00