ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

রংপুরে আইজিপি ও র‌্যাব ডিজি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৮, জানুয়ারি ১৬, ২০১৫
রংপুরে আইজিপি ও র‌্যাব ডিজি

রংপুর: অবরোধে বাসে পেট্রোল বোমায় আহতদের খোঁজ নিতে ও ঘটনাস্থল পরিদর্শনে রংপুর পৌঁছেছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক ও র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে হেলিকপ্টার যোগে রংপুরের মিঠাপকুর উপজেলায় শঠিবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নামেন তারা।



সেখানে পেট্রোল বোমায় নিহতদের পরিবারের সদস্যদের হাতে চেক হস্তান্তর করবেন। এরপর মিঠাপুকুর উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে যোগ দেবেন।

সমাবেশ শেষে তারা ঘটনাস্থল বাতাসন গ্রাম পরিদর্শন করবেন। এরপর রংপুরের ৠাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সবশেষে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধদের দেখতে যাবেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ