ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

বিনোদন

‘রূপকথা’র একশ’তে অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৯, ডিসেম্বর ২, ২০১৪
‘রূপকথা’র একশ’তে অপু বিশ্বাস অপু বিশ্বাস

অপু বিশ্বাসকে বড় পর্দাতেই দর্শকরা নিয়মিত দেখে আসছে। বিশেষ উপলক্ষে ছোট পর্দায়ও আলাপচারিতার অনুষ্ঠানে অংশ নেন তিনি।

এই যেমন মাছরাঙা টেলিভিশনের সৌন্দর্যচর্চা বিষয়ক অনুষ্ঠান ‘রূপ কথা’র শততম পর্বে দেখা যাবে তাকে। অনুষ্ঠানের নিজের সৌন্দর্যচর্চার কথা বলবেন অপু।  

তানজিন তিশার উপস্থাপনায় এই পর্বটি প্রচার হবে ৩ ডিসেম্বর রাত ৯টা ২০ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ফয়েজ রেজা। তিনি জানান, বিউটি পার্লারে না গিয়ে ঘরেই কীভাবে সৌন্দর্য সুরক্ষা করা যাবে তা তুলে ধরা হবে এতে। সেই সঙ্গে কৃত্রিম প্রসাধনীর বাইরে ভেষজ ও প্রাকৃতিক উপাদানে সৌন্দর্যচর্চার বিষয়ে নানা পরামর্শ থাকছে অনুষ্ঠানে।

বাংলাদেশ সময় : ১৪৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বিনোদন এর সর্বশেষ