ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বগুড়া রেলের জায়গা আবারও বেদখল!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৪
বগুড়া রেলের জায়গা আবারও বেদখল! ছবি: আরিফ জাহান / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: দখলে নেওয়ার দুই সপ্তাহ না পেরুতেই আবারো বেদখল হয়ে যাচ্ছে বগুড়া রেলওয়ের জায়গা। স্থানীয় আওয়ামী লীগ দলীয় লোকজন এর পিছনে মূল ভূমিকা রাখছে বলে অভিযোগ ওঠেছে।

যদিও দখলকারীদের সম্পর্কে পরিষ্কার কোনো তথ্য দিতে রাজি হননি বগুড়া রেলওয়ে।

শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত বগুড়া রেলস্টেশন সংলগ্ন এলাকা ঘুরে এসব চিত্র দেখা গেছে। গত ২১ অক্টোবর উর্ধ্বতন রেল কর্মকর্তার নির্দেশে বেদখল হওয়া জায়গাগুলো দখলে নেয় কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানিয়েছেন, দখলকারীরা এলাকার চিহ্নিত সরকারসমর্থক। বগুড়া রেলওয়ের একশ্রেণির অসাধু কর্মকর্তার সঙ্গে যোগসাজস করে গত বৃহস্পতিবার (০৬ নভেম্বর) থেকেই আবারও এসব জায়গা দখলে নিয়ে দোকান শুরু করেছে লোকজন।

রেলওয়ে বিভাগ বগুড়া অফিসের কানুনগো মোকাররম হোসেন সকালে ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে জানান, অবৈধ এসব দখলকারীদের স্বভাব-চরিত্র ভাল না। তাদেরকে কিছুটা ভয় পেলেও তাদের সঙ্গে কোনোরকম আর্থিক লেনদেন হয়নি।

শনিবার (০৮ নভেম্বর) থেকেই বেদখলে নেওয়া জায়গাগুলো পুনরায় উদ্ধার করা হবে বলেও দাবি করেন রেলওয়ের এই কর্মকর্তা।

এর আগে গত ২১ অক্টোবর সরকারের চাহিদা অনুযায়ী রেলওয়ে বিভাগের নির্দেশে বগুড়া শহরে রেলওয়ের বেদখল হয়ে যাওয়া সম্পত্তি উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিমুল কুমার সাহা।

সে সময় রেলওয়ের ডিভিশনাল এস্টেট অফিসার আশীষ কুমার চক্রবর্তী, সহকারী প্রেকৌশলী আব্দুস সোবাহানসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ