ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বেনাপোল সীমান্ত থেকে ভারতে পাচারকালে ৫৫৩ পিস চামড়া উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৪
বেনাপোল সীমান্ত থেকে ভারতে পাচারকালে ৫৫৩ পিস চামড়া উদ্ধার ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তের থেকে ছাগলের ৫৫৩ পিস চামড়া উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।



শনিবার সকাল ৮টায় ভারতীয় সীমান্ত সংলগ্ন ইছামতি নদী থেকে চামড়ার এ চালান উদ্ধার হয়।

বিজিবি জানায়, নদী পথে নৌকায় করে ভারতে চামড়া পাচার করা হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে পুটখালী পয়েন্টে ইছামতি নদীতে অভিযান চালানো হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ১৩টি বস্তাসহ নৌকাটি ফেলে পালিয়ে যায়। পরে বস্তার ভেতরে ৫৫৩ পিস চামড়া উদ্ধার করা হয়।

২৩ বিজিবির পুটখালী ক্যাম্পের সুবেদার সামসুর রহমান চামড়া আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ