bangla news

ময়মনসিংহে চিকিৎসাধীন বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু

459 |
আপডেট: ২০১৪-১০-২৮ ২:১৮:০০ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুৎতাড়িত হয়ে গুরুতর আহত বিদ্যুৎ মিস্ত্রি নিখিল চন্দ্র (৩৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ৮টার দিকে তিনি মারা যান।

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুৎতাড়িত হয়ে গুরুতর আহত বিদ্যুৎ মিস্ত্রি নিখিল চন্দ্র (৩৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ৮টার দিকে তিনি মারা যান।

ঈশ্বরগঞ্জ বিদ্যুৎ অফিসের সহকারী লাইনম্যান সুরুজ মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৫ অক্টোবর ঈশ্বরগঞ্জ কলেজের সামনে খুঁটির উপরে উঠে একটি বাসার বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎতাড়িত হয়ে নিখিল গুরুতর আহত হন। তাকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়। কিন্তু অবস্থার কোনো উন্নতি না হওয়ায় মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসকরা তাকে হাসপাতাল থেকে ফেরত পাঠিয়ে দেন। পরে ঈশ্বরগঞ্জে নিয়ে আসার পথে রাত ৮টার দিকে তিনি মারা যান বলে জানান সুরুজ মিয়া।

বাংলাদেশ সময়: ২৪১১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2014-10-28 14:18:00