bangla news

শের-ই বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের নতুন কমিটি

723 |
আপডেট: ২০১৪-১০-২৮ ১১:১১:০০ এএম

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক খন্দকার আবুল হাসান লিমন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বরিশাল: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক খন্দকার আবুল হাসান লিমন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে মো. আব্দুল কাদের সজীবকে আহ্বায়ক, রেজওয়ান তাহসীন সীমান্ত, এরশাদ মিয়া, শাখাওয়াত হোসেন সৈকত, ফয়সাল বিল্লাহ, রুহুল আমিন সিকদার লিমনকে যুগ্ম আহ্বায়ক এবং মাহফুজুর রহমান সুজনকে সদস্য সচিব করা হয়েছে।

এ কমিটিকে আগামী তিন মাসের মধ্যে শের-ই বাংলা মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৪

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2014-10-28 11:11:00