bangla news

রাজধানীতে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

577 |
আপডেট: ২০১৪-১১-১২ ৯:২১:০০ পিএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

রাজধানীর হোটেল র‌্যাডিসনের বিপরীতে কুমির্টোলা হাসপাতালের সামনে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। বুধবার রাত দেড়টার দিকে ক্যান্টনমেন্ট থানাধীন কুমির্টোলা হাসপাতালের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা: রাজধানীর হোটেল র‌্যাডিসনের বিপরীতে কুমির্টোলা হাসপাতালের সামনে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

বুধবার রাত দেড়টার দিকে ক্যান্টনমেন্ট থানাধীন কুমির্টোলা হাসপাতালের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন, মাইক্রোবাস চালক আলামীন (২৮)। তার মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে।

আহতদের মধ্যে শরিফুল ও জাহিদুলের নাম জানা গেছে। তার‍া ঢামেকে চিকিৎসাধীন আছেন।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাইফুল ইসলাম বাংলানিউজকে এসব তথ্য জানান।

বাংলাদেশ সময়: ০৮২১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2014-11-12 21:21:00