ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধুনট সেটেলমেন্ট অফিসের কার্যক্রম বন্ধ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৪
ধুনট সেটেলমেন্ট অফিসের কার্যক্রম বন্ধ

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলা সেটেলমেন্ট অফিসের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

রোববার (০২ নভেম্বর) সকাল থেকে অফিসের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।



ধুনট উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, অফিসের ১৯টি পদের মধ্যে ১৫টি পদ শূন্য রয়েছে। এ কারণে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। বগুড়া জেলা কর্মকর্তার সঙ্গে আলোচনা সাপেক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বগুড়া জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ শাহজাহান বাংলানিউজকে জানান, বগুড়া ও জয়পুরহাট নিয়ে নতুন জোন গঠন করা হয়েছে। জয়পুরহাট জেলায় জনবল সংকটের কারণে ধুনট অফিসের ১৫ কর্মকর্তা/কর্মচারীকে সেখানে স্থানান্তর করা হয়। এতে ধুনট অফিসের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

জয়পুরহাটে কাজ শেষ হলে তাদের পুনরায় ধুনট অফিসে পাঠানো হবে। ভূমি মন্ত্রণালয় ও অধিদপ্তরের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ