ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

আয়কর রিটার্নে অসচেতনতাই বড় বাধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৪
আয়কর রিটার্নে অসচেতনতাই বড় বাধা ছবি: রাশেদ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আয়কর রিটার্নে অসচেতনতাই বড় বাধা বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (ডিসিসিআই)  ‘ট্যাক্স গাইড ২০১৪-১৫’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এনবিআর’র কনফারেন্সরুমে একথা বলেন তিনি।



এনবিআর চেয়ারম্যান বলেন, প্রতি বছর গড়ে প্রায় আড়াই লাখ করদাতা ড্রপ আউট হয়ে যায়। এর মূল কারণ সচেতনতার অভাব। সচেতনতা বৃদ্ধিতে সবাইকে একসাথে কাজ করতে হবে।

তিনি বলেন, জেলা পর্যায়ে কর মেলা তো হচ্ছেই। আগামীতে ডিসিসিআইতে যৌথভাবে ৮৫টি উপজেলা পর্যায়েও কর মেলার আয়োজন করা হবে।

চলতি বছরে আয়কর রিটার্ন প্রসঙ্গে তিনি বলেন, ২ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্নের যে সময় বেধে দেওয়া হয়েছে তা আর বাড়ানো হবে না।

যদি কোনো করদাতার সমস্যা থাকে তবে তার আশপাশের কর অফিস থেকে যে কোনো ধরনের সুবিধা নেওয়ার পরামর্শ দেন এনবিআর চেয়ারম্যান।

দেশে বর্তমানে ১৮ লাখ টিআইএন ধারী আছে বলে জানান তিনি।

মোড়ক উন্মোচনের এ অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি মো. শাহজাহান খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অর্থনীতি-ব্যবসা এর সর্বশেষ