bangla news

বগুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

548 |
আপডেট: ২০১৪-১০-০৮ ১২:৪৩:০০ পিএম
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়ার শাজাহানপুর উপজেলায় করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নাইম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে স্থানীয় সেনাবাহিনীর একটি ডুবুরী দল নদী থেকে তার লাশ উদ্ধার করে।

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নাইম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে স্থানীয় সেনাবাহিনীর একটি ডুবুরী দল নদী থেকে তার লাশ উদ্ধার করে।

নাইম জাতিসংঘ শান্তি মিশনে কর্মরত মাঝিড়া ক্যান্টনমেন্টের ১১ এসপি আর্টিলারির সেনা সদস্য আবুল বাশারের ছেলে। সে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ জানিয়েছে, আবুল বাশারের গ্রামের বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার লক্ষ্মীপুরে।  

স্থানীয়রা জানায়, বেলা ১১টার দিকে সমবয়সী কয়েকজনের সঙ্গে উপজেলার দুবলাগাড়ী ব্রিজের উত্তর পাশে করতোয়া নদীতে মাছ ধরতে নামে মেধাবী স্কুলছাত্র নাইম। একপর্যায়ে সে নিখোঁজ হয়ে যায়। পরে সংবাদ পেয়ে বগুড়া ফায়‍ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দলসহ সেনাবাহিনীর ডুবুরীরা নাইমকে উদ্ধারের চেষ্টা করেন।

প্রায় ৭ ঘণ্টা চেষ্টার পর নিখোঁজের স্থান থেকে আনুমানিক একশ গজ দূরে সন্ধ্যা পৌনে ৬টায় নাইমের লাশ উদ্ধার করে সেনাবাহিনীর ডুবুরী দল।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২২৪৩ ঘণ্টা,  অক্টোবর ০৮, ২০১৪

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2014-10-08 12:43:00