ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধুনটে পশুর হাটে জাল টাকা সনাক্তকরণ মেশিন স্থাপন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৪
ধুনটে পশুর হাটে জাল টাকা সনাক্তকরণ মেশিন স্থাপন

ধুনট (বগুড়া): ঈদুল আযহাকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলার পশুর হাটগুলোতে জাল টাকা সনাক্তকরণ মেশিন স্থাপন করা হয়েছে।

শুক্রবার সকাল থেকে সোনালী ব্যাংকের কর্মকর্তারা জাল টাকা সনাক্তকরণ কার্যক্রম শুরু করেন।



এ সব হাটের মধ্যে রয়েছে, ধুনট, মথুরাপুর, গোসাইবাড়ি ও হাসখালী-কান্তনগর।

প্রত্যেক হাটবারে অস্থায়ী বুথে স্থাপন করা একটি মেশিনে জাল টাকা সনাক্ত করা হবে বলে জানা গেছে।

সোনালী ব্যাংক ধুনট শাখা ব্যবস্থাপক নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশে পশুর হাটে মেশিনের সাহায্যে জাল টাকা সনাক্তকরণের ব্যবস্থা করা হয়েছে। ঈদের আগের দিন পর্যন্ত এ কার্যক্রম চালানো হবে। হাটে আগত ক্রেতা-বিক্রেতা ও ব্যবসায়ীরা এ সুবিধা পাবেন।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, পশুর হাটগুলোতে জাল টাকা চোরাকারবারীদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ