ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চুয়াডাঙ্গায় ভারতীয় শাড়িসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৪
চুয়াডাঙ্গায় ভারতীয় শাড়িসহ আটক ৩ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ১৭০ পিস শাড়িসহ দুই ভারতীয় নাগরিকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়।



এরা হলেন-ভারতের নদীয়া জেলার গেদে উত্তর পাড়ার বিজয় ঘোষের ছেলে বিকাশ ঘোষ (৩৩), একই এলাকার রনজিত নাথের ছেলে অমিত নাথ (৩২) ও বাংলাদেশের কুষ্টিয়া মীরপুরের উত্তর কাড্ডার দিলিপ গাঙ্গুলীর ছেলে দীপক গাঙ্গুলী (৩২)।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসাদুজ্জামান মুন্সি বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের কেদারগঞ্জ এলাকা থেকে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১৭০ পিস ভারতীয় শাড়িসহ ওই তিনজনকে আটক করা হয়। শাড়িগুলোর আনুমানিক বাজার দর প্রায় ১৩ লাখ টাকা।


বাংলাদেশ সময়: ০২১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ