ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

চীনে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৪
চীনে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড

ঢাকা: চীনের ইউনান প্রদেশের কুনমিং রেলস্টেশনে দুর্বৃত্তদের হামলায় ৩১ ব্যক্তি নিহতের ঘটনায় তিন ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি আদালত। এ ঘটনায় আটক অপর ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।



শুক্রবার দেশটির আদালত এ সিদ্ধান্তের কথা জানায়।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের অফিসিয়াল সাইটে করা এক ব্লগের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

এদিকে, এ ঘটনায় চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলের জঙ্গি গোষ্ঠীকে দায়ী করেছে সরকার।

চলতি বছরের ১ মার্চ কুনমিং রেলস্টেশনে অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ৩১ ব্যক্তি নিহত হন। এ ঘটনায় আহত হন আরো
অন্তত ১৪৩ জন।

এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে চার দুর্বৃত্ত নিহত হন। এছাড়া আটক হন আরো চারজন।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ

welcome-ad