ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শুরু হলো দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৪
শুরু হলো দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন জাতীয় সংসদ ভবন

সংসদ অধিবেশন থেকে: দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনের কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার বিকেল ৫টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ দিনের কার্যসূচি শুরু হয়।



এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদসহ সরকার ও বিরোধীদলীয় সংসদ সদস্যদের উপস্থিতিতে দিনের কার্যসূচি শুরু হয়।

শুরুতেই সদ্য প্রয়াত সংসদ সদস্য এন মাহফুজা খাতুন বেবী মওদুদসহ ১৭ প্রয়াত সদস্য এবং গুণী ব্যক্তিদের নামে শোকপ্রস্তাব আনেন স্পিকার।

পরে প্রস্তাবটি গৃহিত হয় এবং শোকপ্রস্তাবের ওপর অনির্ধারিত আলোচনা করা হয়।

এছাড়া এ দিনের কার্যসূচিতে রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, নৌ-পরিবহন মন্ত্রী, ধর্মমন্ত্রী এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন।

এর বাইরে ‘ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ ব্যাংক বিল-২০১৪’ উত্থাপন করার কথা রয়েছে।

উল্লেখ্য, এটি দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। গত ০৫ জানুয়ারি সংসদ নির্বাচনের পর ১৩ জানুয়ারি সরকার গঠন করে ২৯ জানুয়ারি প্রথম অধিবেশন শুরু হয়।

এরপর ৩ জুন দ্বিতীয় ও বাজেট অধিবেশন শুরু হয়। যা চলে ৩ জুলাই পর্যন্ত। এরই মধ্যে প্রথম বারেরমতো বিরোধী দলের পূর্ণ সমর্থন নিয়ে ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট পাশ হয়।

সংসদীয় গণতন্ত্র চালু হবার পর প্রথম বারের মতো নির্বাচন বর্জন করায় সংসদে নিজেদের অস্তিত্ব হারিয়েছে বিএনপি।

এতে প্রথমবারের মতো বিরোধীদলের ভূমিকা পায় জাতীয় পার্টি। পাশাপাশি সরকারেও তাদের অংশগ্রহণ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১১, সেপ্টেম্বর ০১, ২০১৪/আপডেট ১৭২০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ