ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

গাংনীতে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা-রোপণ কর্মসূচির উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৪
গাংনীতে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা-রোপণ কর্মসূচির উদ্বোধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: দেশী ফলের অনেক গুণ, নেইকো জুড়ি তার, স্বাদে অর্থে তুলনাহীন, পুষ্টি কিংবা আহার- এ স্লোগানকে সামনে নিয়ে গাংনীতে সাত দিনব্যাপী বৃক্ষ মেলা ও বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।



শনিবার বেলা ১১টার সময় মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রালণালয়ের স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন।

এ উপলক্ষে সাড়ে ১১টায় গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল আমিনের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও আবুল আমিনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন-এমপি মকবুল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক চৈতন্য কুমার দাস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা সার অ্যাসেসিয়েশনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম শফিকুল আলম, তেতুঁলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, ধানখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ষোলটাকা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আইয়ূব আলী, সাবেক চেয়ারম্যান খোদাদাদ হোসেন খেদু।

এছাড়া বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল গনি, জেলা যুবলীগের সহ-সভাপতি আল ফারুক, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাহিদুজ্জামান শিপু,  নার্সারী মালিক বিল্লাল হোসেন, সৈনিক লীগের সহ-সভাপতি জিয়াউল হক জিয়া প্রমুখ।

এসময় গাংনী উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের মাঝে কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এমপি মকবুল হোসেন। এসময় রাজনীতিক,  সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে একটি র‌্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বৃক্ষ মেলার কাছে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জলবায়ু ও পরিবেশ এর সর্বশেষ