ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সমাজকল্যাণমন্ত্রীর বক্তব্য পছন্দ করেননি অর্থমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৪
সমাজকল্যাণমন্ত্রীর বক্তব্য পছন্দ করেননি অর্থমন্ত্রী ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সাংবাদিকদের সম্পর্কে সমাজকল্যাণমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা পছন্দ করেননি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

তিনি বলেছেন, ‘এটা আমরা পছন্দ করিনি।

আপনারা জানেন, সরকার থেকেও তাকে কী বলা হয়েছে। ’

সম্প্রতি সিলেটে একটি অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী সাংবাদিকদের সম্পর্কে বিরূপ মন্তব্য ও হুমকি দেওয়ার প্রেক্ষাপটে বৃহস্পতিবার বিকেলে নগরীর একটি অনুষ্ঠানে এ প্রতিক্রিয়া জানান অর্থমন্ত্রী।

এ সময় মুহিত আরো বলেন, ‘নগরীতে সমালোচনা একটু বেশি। কিন্তু যখন গ্রামে যাই, তখন তাদের মুখে কোনো সমালোচনা নেই, নেই দাবিও।

মন্ত্রী এদিন সুরমা নদীর তীরে নগরীর প্রবেশদ্বার ক্বীন ব্রিজের নিচে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন করেন।

বনায়নের মাধ্যমে সবুজ দেশ গড়ার জন্য সকলের প্রতি আহবান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, দেশে মানুষ অনেক বেশি, তাদের প্রয়োজনে বন সংকুচিত হচ্ছে। তাই জীবনের তাগিদে প্রত্যেকের বনায়ন করা দরকার।

বৃক্ষনিধনের সঙ্গে জড়িতদের ‘দুষ্টলোক’ আখ্যায়িত করে অর্থমন্ত্রী বলেন, এসব দুষ্টলোকেরা যদি একটাও গাছ লাগাতো, তাহলেও পরিবেশের লাভ হতো।

সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা দেলোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক খায়রুল বাশার, নার্সারি মালিক সমিতির সভাপতি মখলিছুর রহমান।

এর আগে দুপুরে অর্থমন্ত্রী নগরীর শেখঘাট কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ