ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইরাকে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৪
ইরাকে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত ছবি: সংগৃহীত

ঢাকা: ইরাকের সুন্নি সম্প্রদায়পন্থি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএসআইএস) বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী।

শুক্রবার ইরাকের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মসূলের ৮৮ কিলোমিটার পূর্বের শহর ইরবিল নিয়ন্ত্রণে আইএসআইএসের সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালায় মার্কিন বিমান বাহিনী।

এরপর ওই এলাকা লক্ষ্য করে মার্কিন ড্রোন ও নৌ বাহিনী হামলা অব্যাহত রেখেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।

এর আগে পেন্টাগন এক বিবৃতিতে জানায়, ইরবিলের কাছে জঙ্গিদের সামরিক অবস্থান (মোবাইল আর্টিলারি) লক্ষ্য করে দু’টি এফ/এ-১৯ যুদ্ধবিমান ৫০০ পাউন্ড লেজার গাইডেড বোমা নিক্ষেপ করেছে।

এদিকে, ইরাকের উত্তরাঞ্চলীয় সিনজারে হামলা চালানোর কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী

আইএসআইএস নামে পরিচিত ইরাকের সুন্নি সম্প্রদায়পন্থি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট সিরিয়া ও ইরাকের বিশাল এলাকা দখলে নিয়েছে।

গত জুনে ইরাকের অন্যতম বৃহৎ শহর মসুলসহ বেশ কিছু অঞ্চল দখলে নেয় আইএসআইএস। চলতি সপ্তাহের শুরুতে খ্রিস্টান অধ্যুষিত শহর কারোকোশও দখলে নেয় সুন্নি বিচ্ছিন্নতাবাদীরা। এ ভয়ে শহর ছেড়ে পালায় এক চতুর্থাংশ খ্রিস্টান।

মূলত খ্রিস্টান অধ্যুষিত অঞ্চলে আইএসআইএসের তৎপরতার চোখে পড়ার পরই টনক নড়ে ওবামা প্রশাসনের।

বৃহস্পতিবারই ইরাকে সৃষ্ট মানবিক বিপর্যয় উত্তরণে পেন্টাগনকে বিমান হামলার অনুমোদন দেন দিয়ে তিনি ঘোষণা দেন, আইএসআইএস যদি যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য হুমকি হয়ে দাঁড়ায় অথবা ইরাকে সংখ্যালঘুদের হত্যা করতে থাকে তবেই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চলবে।

**ইরাকে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ