bangla news

সৌদি আরবের পথে খালেদা

572 |
আপডেট: ২০১৪-০৭-১৯ ১১:২৬:০০ এএম
খালেদা জিয়া

খালেদা জিয়া

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবের পথে রওয়ানা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার রাত ৯টা ৮ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অ্যামিরেটস এয়ারলাইন্সের ৫৮৫ নং ফ্লাইটে চড়ে সৌদির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

ঢাকা: পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবের পথে রওয়ানা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার রাত ৯টা ৮ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অ্যামিরেটস এয়ারলাইন্সের ৫৮৫ নং ফ্লাইটে চড়ে সৌদির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

খালেদার সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার ব্যক্তিগত সহকারী ও কয়েকজন সাংবাদিক।

এ সময় খালেদাকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও সদ্য ঢাকা মহানগর বিএনপির আহ্বায়কের দায়িত্বপ্রাপ্ত মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল,  ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সৌদিতে অবস্থানের সময়ে খালেদার দুই ছেলে আরাফাত রহমান ও তারেক রহমান আসতে পারেন বলেও জানা যায়।

তারা যদি আসেন তাহলে দীর্ঘ সাত বছর পর মা ও দুই ছেলে একসঙ্গে ওমরাহ পালন করবেন।

ওমরাহ পালন ছাড়াও খালেদা মদীনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করবেন।

সফরসূচি অনুযায়ী বিএনপি চেয়ারপারসন ২৭ জুলাই দেশে ফিরবেন।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৪

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2014-07-19 11:26:00