ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

ঘরের মাঠে চট্টগ্রাম আবাহনীর জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৭, জুলাই ১৯, ২০১৪
ঘরের মাঠে চট্টগ্রাম আবাহনীর জয়

ঢাকা: নিটল টাটা বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে জয় পেল চট্টগ্রাম আবাহনী লিমিটেড। নিজেদের মাঠে অতিথি দল টিম বিজেএমসি কে ১-০ গোলে হারাল স্বাগতিকরা।



চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ওসমান শরিফের একমাত্র গোলে জয় পায় আবাহনী। তবে এই জয়ে আবাহনীর পয়েন্ট টেবিলে কোন পরিবর্তন হল না।

ম্যাচের ৭৪ মিনিটে ওসমান শরিফের একমাত্র গোলে জয় নিশ্চিত করে স্বাগতিক দলটি। লিগে ২৬ ম্যাচে চট্টগ্রামের দলটির ছয় নম্বর জয়। অপর দিকে অপেক্ষাকৃত দুর্বল দলের সাথে হেরেও টেবিলের সাতে অবস্থান করছে টিম বিজেএমসি।

বিজেএমসি এই পরাজয়ে ২৬ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে সাতে। প্রত্যেক দলেরই আরো এক রাউন্ডের খেলা বাকি রয়েছে। রবিবার মাঠে লড়বে শেখ জামাল ও উত্তর বারিধারা।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ১৯ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

খেলা এর সর্বশেষ