bangla news

‘পরিবার করি কল্পনা’য় সুজানা-নাঈম

1440 |
আপডেট: ২০১৪-০৬-২৫ ৭:৪৫:০০ এএম
সুজানা ও নাঈম

সুজানা ও নাঈম

এনটিভির চলমান ধারাবাহিক নাটক ‘পরিবার করি কল্পনা’য় মোশাররফ করিম, জাকিয়া বারী মম, আ খ ম হাসান, আবুল হায়াত সহ অনেকেই অভিনয় করছেন। এবার যুক্ত হলেন সুজানা ও নাঈম। এ নাটকের ৫২তম পর্ব থেকে দেখা যাবে তাদের। পর্বটি প্রচার হবে ২৬ জুন।

এনটিভির চলমান ধারাবাহিক নাটক ‘পরিবার করি কল্পনা’য় মোশাররফ করিম, জাকিয়া বারী মম, আ খ ম হাসান, আবুল হায়াত সহ অনেকেই অভিনয় করছেন। এবার যুক্ত হলেন সুজানা ও নাঈম। এ নাটকের ৫২তম পর্ব থেকে দেখা যাবে তাদের। পর্বটি প্রচার হবে ২৬ জুন।

সুজানা ও নাঈমের অন্তর্ভুক্তি প্রসঙ্গে পরিচালক পল্লব বিশ্বাস বাংলানিউজকে বলেন, ‘গল্পের প্রয়োজনে সুজানা ও নাঈমকে নেওয়া হয়েছে। এখানে নাঈমকে মেসে থাকা ব্যাচেলর আর সুজানাকে তার প্রেমিকার ভূমিকায় দেখা যাবে।

‘পরিবার করি কল্পনা’ লিখেছেন ইকবাল হোসাইন চৌধুরী, পরিচালনা করেছেন রেদওয়ান রনি ও পল্লব বিশ্বাস। ধারাবাহিকটি প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হচ্ছে।

বাংলাদেশ সময় :  ১৭৪০ ঘণ্টা, জুন ২৫, ২০১৪

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2014-06-25 07:45:00