ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাল‍ু হলো বঞ্চিত শিশুদের আশ্রয়কেন্দ্র ‘সেতু’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, জুন ১৪, ২০১৪
চাল‍ু হলো বঞ্চিত শিশুদের আশ্রয়কেন্দ্র ‘সেতু’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সুবিধাবঞ্চিত শিশুদের আরও বেশি কল্যাণের লক্ষ্যে প্রতিষ্ঠিত আশ্রয়কেন্দ্র ‘সেতু’ পূর্ণ উদ্যোমে চালু হয়েছে।

লোকাল এডুকেশন অ্যান্ড ইকনোমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-লিডো’র ব্যবস্থাপনা ও মুসলিম চ্যারিটির সহযোগিতায় প্রতিষ্ঠিত এ আশ্রয়কেন্দ্রটির লক্ষ্য পথশিশুদের সঙ্গে ঘর ও দীর্ঘমেয়াদি পুনর্বাসন কেন্দ্রের সেতুবন্ধন তৈরি।



‘পথ হতে শেল্টার আর শেল্টার হতে ঘর ভালো’ এই বিশ্বাসে প্রতিষ্ঠিত বাবুবাজার ব্রিজ সংলগ্ন এ শেল্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন হয় ১২ জুন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এন জি ও বিষয়ক ব্যুরো প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন লালবাগ থানা সহ-শিক্ষা কর্মকর্তা মিসেস শাহিনা আক্তার।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মুসলিম চ্যারিটি ইউকে’র কান্ট্রি কো-অরডিনেটর ফজলুল করিম ও ঢাকা আহছানিয়া মিশনের প্রোগ্রাম ম্যানেজার জাহাঙ্গীর হোসাইন। এছাড়াও পারা, নাগরিক উদ্যোগ, সিপ বাংলাদেশ, শিশুপল্লী প্লাসসহ আরো অনেক সমমনা সংস্থার প্রতিনিধি ও প্রধানরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জুন ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ

welcome-ad