ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাইবান্ধায় বাল্যবিয়ে প্রতিরোধে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জুন ১২, ২০১৪
গাইবান্ধায় বাল্যবিয়ে প্রতিরোধে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: ‘আর নয় বালিকা বধূ’ এই স্লোগান নিয়ে বাল্যবিয়ে প্রতিরোধে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ডিবি রোডে আসাদুজ্জামান মার্কেট সংলগ্ন সড়কে এ কর্মসূচি পালিত হয়।



জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, এনজিও কর্মী, শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনীতিবিদ, নারী নেত্রীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামাল উদ্দিন বিশ্বাস, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, জাতীয় মহিলা সংস্থার গাইবান্ধা জেলা শাখার সভাপতি আফরোজা বানু শিখা, বিশিষ্ট রাজনীতিক সাইফুল আলম সাকা, নিলুফার ইয়াসমিন লাকি, সেলিনা আকতার বানু বীনা, সুজন প্রসাদ, জয়া প্রসাদ ও হাসিনা জোয়ারদ্দার প্রমুখ।

বক্তারা বাল্যবিয়ে প্রতিরোধে প্রয়োজনীয় আইন প্রণয়নের পাশাপাশি সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করে বলেন, ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ ছাড়া বাল্যবিয়ে নির্মূল করা সম্ভব হবে না।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জুন ১২, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ

welcome-ad