ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টাঙ্গাইলে ট্রাক-লরি সংঘর্ষে নিহত ১, ৪০ কি.মি. এলাকায় যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, জুন ১১, ২০১৪
টাঙ্গাইলে ট্রাক-লরি সংঘর্ষে নিহত ১, ৪০ কি.মি. এলাকায় যানজট

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতি উপজেলার রসুলপুরে ট্রাক-লড়ির মুখোমুখি সংঘর্ষে লরির চালক  আপন (২৮) নিহত হন। এ সময় বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে নাটিয়াপ‍াড়া পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।



বুধবার সকাল সোয়া ৭টায় এ দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষের পর ট্রাক ও লরি রাস্তার মধ্যে থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে গাড়ি দুটি মহাসড়ক থেকে সরানোর কাজ চলছে।

লরি চালক আপনের বাড়ি চট্টগ্রামে বলে জানা গেছে।

এ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন এলেঙ্গা পুলিশ ফাড়ির সহকারি উপ-পরিদর্শক শরিফুল ইসলাম।

শরিফুল বলেন, সকাল সোয়া ৭টায় রসুলপুরে ট্রাক-লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় লরির চালক নিহত হন। এ ঘটনায় মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া দিয়ে ধরে পেলে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করে জনতা।

বাংলাদেশ সময়: ০৮১৯ ঘণ্টা, জুন ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ