ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

এক মামলায় জামিন মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যানের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, জুন ১০, ২০১৪
এক মামলায় জামিন মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যানের

ময়মনসিংহ: দ্রুত বিচার মামলায় জামিন পেয়েছেন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকারিয়া হারুন।

মঙ্গলবার বিকেলে দ্রুত বিচার আদালতের বিচারক ফারজানা ইয়াসমিন তার জামিন মঞ্জুর করেন।



তবে তার বিরুদ্ধে একটি বিস্ফোরক মামলা থাকায় বিকেলেই পুনরায় ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় উপজেলা বিএনপির এ সাধারণ সম্পাদককে।

সূত্র জানায়, গত ৪ জুন মুক্তাগাছা উপজেলা পরিষদ কার্যালয় থেকে আটক হন উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন। পরে দ্রুত বিচার ও বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুনের ছোট ভাই কাজী মনির সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা বিল্লাল সরকারের নেতৃত্বে মুক্তাগাছার মনিরামবাড়িতে জুয়া-হাউজি ও যাত্রার মাঠ চলছিল। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে হারুন অভিযোগ করলে সেটি বন্ধ হয়ে যায়।

আর এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা বিল্লাল সরকারের নির্দেশে পুলিশ জাকারিয়া হারুনকে গ্রেফতার করে বলে দাবি করেন উপজেলা চেয়ারম্যানের ছোট ভাই।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুন ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ