ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ফিচার

মিথুনের ভ্রমণযোগ, খরচ বাড়বে কর্কটের

জ্যোতিষ কুমারী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, জুন ১০, ২০১৪
মিথুনের ভ্রমণযোগ, খরচ বাড়বে কর্কটের

আজ কেমন যাবে
জ্যোতিষ কুমারী রুবাই
তারিখ: ১০/০৬/২০১৪

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৯
পারিবারিক অস্থিরতার প্রভাব কাজে পড়তে পারে। নতুন যোগাযোগ হবে।

সময়মতো এগিয়ে গেলে তবেই সফল হবেন। নিকটাত্মীয়ের সমস্যা আপনাকে বয়ে নিয়ে চলতে হবে। অর্থযোগ আছে কিন্তু ব্যয়ের চাপ থাকবে।

টোটকা: একটি নিমডাল সকালে উঠে চিবিয়ে জলে ফেলে দিন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
কর্মস্থলে কোনো সহকর্মী পরোক্ষভাবে পূর্ণ সহযোগিতা করবেন। সহোদর স্থানীয় কেউ আপনার কাছে তার সমস্যা নিয়ে আসতে পারে। দিনটি নির্বিঘ্নে ও শান্তিতে কাটাবেন। উচ্চশিক্ষার সম্ভাব্য যোগাযোগগুলি নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন।

টোটকা: নিজের পকেটে তুলসী পাতা রাখুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৭
পদাধিকারী ব্যক্তির সঙ্গে উপযুক্তভাবে যোগাযোগ হয়ে উঠবে না। কোনো বন্ধু তার স্বার্থসিদ্ধির জন্য আপনাকে কাজে লাগাতে পারে।   অর্থ ও গৃহ নিয়ে শান্তিতেই কাটাবেন। শত্রুতা কমে আসবে। ভ্রমণযোগ আছে।

টোটকা: একটি মাটির পাত্রে কিছুটা গুড় বা চিনি বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২
কর্মব্যস্ততার মধ্যে একদিকে দেখতে গিয়ে অন্যদিক ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এদিকে নজর রাখবেন। স্বাস্থ্য নিয়ে দোটানায় পড়বেন। আপনার আশ্রয়প্রার্থী হয়ে কেউ আসতে পারে। এর ফলে খরচ বাড়বে।

টোটকা: কাজের টেবিলে জাহাজের ছবি রাখুন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :  ৮
সঞ্চয় ভেঙে দিনের খরচ চালতে হতে পারে। নিজে বিনোদনের ব্যবস্থা করলেও অবসর পাবেন না। নতুন যোগাযোগ অর্থ উপার্জনের সুযোগ এনে দেবে। অশুভ তেমন কিছু ঘটবে না। তবে সন্তানকে নিয়ে কিছুটা চিন্তা থাকবে।

টোটকা: সিঁদুর ও তেল দিয়ে সামনের দরজায় একটি মাছের চিহ্ন এঁকে রাখুন

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  শুভ রং : বাদামি,  শুভ সংখ্যা: ৪
আপনার কঠোর নিয়ম নীতি অন্যকেও মেনে চলতে বাধ্য করবেন। জমি-বাড়ি সংক্রান্ত সমস্যায় আত্মীয়-স্বজনদের দোষারোপ করে লাভ নেই। কর্মস্থলে আপনার বিচরণ স্বাভাবিক থাকবে। কোনো সমস্যা নিয়ে হইচই হলেও আপনি তাকে সহজ করে দিতে পারবেন।

টোটকা: একটি তিনটি বেলপাতা ও একটি সুপারি বাড়ির পশ্চিম দিকের কোণে রেখে দিন।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং হলুদ,  শুভ সংখ্যা : ৯
প্রাত্যহিক প্রয়োজন নিয়ে কোনো সমস্যায় পড়বেন না। অর্থনৈতিক না হলেও শারীরিক সমস্যা আপনাকে কাবু করতে পারে। দম্পতিদের ক্ষেত্রে সন্তান লাভ সংক্রান্ত বিষয়ে সমস্যা দেখা দিতে পারে।

টোটকা: কাক-পক্ষীকে ফল ভোজন করান।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : লাল,  শুভ সংখ্যা : ৬
বেশ কিছুদিনের আর্থিক সমস্যা আজ কেটে যেতে পারে। বন্ধুরা পাশে থাকবে। লাভের সুযোগ থাকলেও বেশিদিনের জন্য চুক্তিবদ্ধ হবেন না। কর্মস্থলে প্রশিক্ষণের দিকে নজর দিন। ছাত্ররা শিক্ষা নিয়ে নিজেকে ব্যস্ত রাখুন।

টোটকা: কিছুটা সরষে ও তিল পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ৯
কোনো সংগঠনমূলক কাজে আর্থিক লাভ হয়তো থাকবে না কিন্তু সম্মান লাভ করবেন। ঘটনাপ্রবাহে কিছুটা বিচলিত হতে পারেন। ব্যবসার কাজে কোনো অন্যায় মেনে নিতে হতে পারে। দরকারি কোনো কাজে সফল হবেন।

টোটকা: সাদা পোশাক পরুন। একটি পাত্রে গম, চাল ভিজিয়ে রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১২
যত ব্যয় করবেন সে অনুযায়ী সুবিধা পাবেন না। দায় পালন করতে গিয়ে অর্থ ও সময় নষ্ট হবে। অগ্রজসম কারো নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। শত্রুপক্ষকে দিয়ে কিছু কাজ করিয়ে নেবেন। মনে আনন্দ থাকবে।
 
টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮
নিজের কাজ গুছিয়ে চলার মতো সুযোগ পাবেন না। কর্মের সঙ্গে অর্থের যোগ আসবে। ছোটখাটো উপদ্রব মানিয়ে চলতে হবে। চাপ বাড়লেও মনের উপর অসহায় বোধ ততটা প্রভাব ফেলবে না।

টোটকা: সদর দরজার ঠিক নীচে উত্তর দিকে মুখ করে তেল ও সিঁদুর দিয়ে একটি কয়েনের ছবি এঁকে রাখুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ৪
সমস্তরকম প্রতিকূলতা আপনাকে মানিয়ে চলতে হবে। প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে ঈর্ষা আপনার মানসিক চাপের কারণ হতে পারে। দাম্পত্য জীবনে অস্থিরতার যোগ আছে। কর্ম ও সন্তানের ক্ষেত্রে শান্তি বজায় থাকবে।

টোটকা: একটি জীবন্ত মাছকে জলাশয়ে ছেড়ে দিন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিচার এর সর্বশেষ