bangla news

চলে গেলেন রিক মেয়াল

653 |
আপডেট: ২০১৪-০৬-০৯ ১:০৪:০০ পিএম
 রিক মেয়াল

রিক মেয়াল

ব্রিটিশ কৌতুকাভিনেতা রিক মেয়াল আর নেই। ৯ জুন লন্ডনে দক্ষিণ-পশ্চিমাঞ্চল বার্নসে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিন সন্তান রেখে গেছেন তিনি।

ব্রিটিশ কৌতুকাভিনেতা রিক মেয়াল আর নেই। ৯ জুন লন্ডনে দক্ষিণ-পশ্চিমাঞ্চল বার্নসে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিন সন্তান রেখে গেছেন তিনি।

তার প্রয়াণে সন্দেহজনক কিছু পায়নি পুলিশ। ১৯৯৮ সালে মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছিলেন রিক। সে সময় কয়েকদিন অচেতন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

আশির দশকে প্রচারিত 'দ্য ইয়াং ওয়ান্স' টিভি সিরিজে যাচ্ছেতাই কবিতা লেখার নৈরাজ্যবাদী চরিত্রে অভিনয় করে খ্যাতি পেয়েছিলেন রিক। এ ছাড়া 'ব্ল্যাকাডার' এবং 'দ্য নিউ স্টেটসম্যান' সিরিজে অংশ নিয়েও জনপ্রিয়তা পান তিনি। 'ড্রপ ডেড ফ্রেড' ও 'গেস্ট হাউস প্যারাডিসোসহ বেশ কিছু ছবিতেও অভিনয় করেন তিনি।

বাংলাদেশ সময় : ২৩০০ ঘণ্টা, জুন ০৯, ২০১৪

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2014-06-09 13:04:00