ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

খালেদা জিয়া সাড়ে ১৮ দলের নেতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, মে ৫, ২০১৪
খালেদা জিয়া সাড়ে ১৮ দলের নেতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাড়ে ১৮ দলের নেতা হিসেবে উল্লেখ করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও  সাবেক মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি।

সোমবার দুপুরে রাজধানীর বীর উত্তম নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমির আয়োজনে চলমান রাজনীতি বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



তিনি বলেন, ‘এই জোটকে আমি ১৯ দলীয় জোট বলবো না। এই জোট হলো সাড়ে ১৮ দলের। কারণ, কাজী জাফর নিজেকে যে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, এরশাদ তাহলে কোন দলের চেয়ারম্যান। যে কারণে এরশাদের জাতীয় পার্টি বাদ দিলে এই দলকে অর্ধেক দল বলা যায়। সেই হিসেবে খালেদা জিয়াকে ১৯ দলের নয়, সাড়ে ১৮ দলের নেতা বলা যায়। ’


বিএনপি এখন চোরা-গোপ্তা হামলা বেঁছে নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘যতই চোরা-গোপ্তা হামলা করেন এই সরকারের পতন ঘটানো যাবে না। এই সরকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। ৫ বছর মেয়াদ পূরণ করে সংবিধান অনুসারে নির্বাচন দেওয়া হবে। ’

তিনি আরো বলেন, ‘বিএনপির নেতাদের বক্তব্য আর চোরা-গোপ্তা হামলা এক সুতোয় গাঁথা। কারণ সাদেক হোসেন খোকা বলেছেন এই সরকারকে আন্দোলন করে পতন করা যাবে না। তাই চোরা-গোপ্তা আন্দোলন করতে হবে। ’

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে হাসান মাহমুদ বলেন, ‘আপনি এখন বলছেন, এরশাদ জিয়া ও মঞ্জুকে হত্যা করেছে। তাহলে কিভাবে স্বামীর খুনির কাছ থেকে একশত এক টাকায় গুলশানের সবচেয়ে বড় বাড়ি নিয়েছিলেন। ’

সংগঠনের উপদেষ্টা ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক হাজী সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, ঢাকা মহানগর জাসদের সভাপতি মীর হোসেন আক্তার, ওয়াকার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল হাসান, সাম্যবাদী দলের স্থায়ী কমিটির সদস্য হারুন চৌধুরী, নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা আ. রাজ্জাক, অভিনেত্রী শাহানাজ পারভীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ০৫ মে, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ