bangla news

মঞ্চে আসছে ‘যা নেই ভারতে’

165 |
আপডেট: ২০১৪-০৪-২৭ ৩:২২:০০ এএম

কণ্ঠশীলন প্রযোজিত নতুন নাটক ‘যা নেই ভারতে’-এর প্রথম মঞ্চায়ন হবে ৪ মে। ঐ দিন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মূল মিলনায়তনে নাটকটির মঞ্চায়ন হবে।

কণ্ঠশীলন প্রযোজিত নতুন নাটক ‘যা নেই ভারতে’-এর প্রথম মঞ্চায়ন হবে ৪ মে। ঐ দিন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মূল মিলনায়তনে নাটকটির মঞ্চায়ন হবে।

মহাভারতের কাহিনী অবলম্বনে বর্তমান সময়কে ধারণ করে নাটকটি রচনা করেছেন নাট্যকার, নির্দেশক, অভিনেতা মনোজ মিত্র এবং নির্দেশনার দায়িত্ব পালন করছেন কণ্ঠশীলন প্রশিক্ষক ও নির্দেশক মীর বরকত।

নাটকটির বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন আব্দুর রাজ্জাক, একে এম শহীদুল্লাহ কায়সার, সোহেল রানা, সালাম খোকন, অনন্যা গোস্বামী, জে এম মারুফ সিদ্দিকী, নিবিড় রহমান, তনুশ্রী গোস্বামী, নাজনীন আক্তার শীলা, তাসাউফ-ই-বাকি বিল্লাহ রিবিন, সুমন কুমার দে, তৃপ্তি রানী মণ্ডল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৪


        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2014-04-27 03:22:00