ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিরোধীদল ও বিএনপিকে স্বাস্থ্যমন্ত্রীর চায়ের নিমন্ত্রণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৪
বিরোধীদল ও বিএনপিকে স্বাস্থ্যমন্ত্রীর চায়ের নিমন্ত্রণ ছবি: বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম / ফাইল ফটো

ঢাকা: বিরোধীদল ও বিএনপিকে চা খাওয়ার নিমন্ত্রণ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, আমাদের মধ্যে রাজনীতিক মতোভেদ থাকতে পারে, আপনারা আমার দলের বিরুদ্ধে কথা বলুন, আমার বিরুদ্ধে কথা বলুন।

কিন্তু জনগণের স্বাস্থ্যের উন্নয়নে করণীয় সম্পর্কে আমাদের পরামর্শ দিন।

আন্দোলন-সহিংসতার কথা বাদ দিন, স্বাস্থ্যখাতে বাজেট বাড়ানোর পরামর্শ দিন। এতে মানুষ আপনাদের বাহবা দেবেন।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় এবং কমিউনিটি ক্লিনিক প্রকল্পের আয়োজনে ‘কমিউনিটি ক্লিনিক পরিচালনায় ইউনিয়ন পরিষদের সম্পৃক্ততা’ শীর্ষক কর্মশালায় সভাপতির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সচিব মঞ্জু হোসাইন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহা পরিচালক নূর হোসেন তালুকদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ

welcome-ad