ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জুলাইয়ের মধ্যেই সাড়ে ৬ শ টেক্সি ক্যাব রাস্তায় নামবে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৪
জুলাইয়ের মধ্যেই সাড়ে ৬ শ টেক্সি ক্যাব রাস্তায় নামবে ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চলতি বছরের জুলাই মাসের মধ্যে দেশে সাড়ে ৬ শ টেক্সি ক্যাব রাস্তায় নামানো হবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার দুপুরে যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের টেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি আয়োজিত এক কর্মসূচিতে তিনি এ কথা জানান।



কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ওবায়দুল কাদের বলেন, প্রাথমিক পর্যায়ে ৪ টেক্সি ক্যাবের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। এর মধ্যে ২৫০টি ঢাকায় এবং ১৫০টি চট্টগ্রামে নামানো হবে।

২২ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগুলোর উদ্বোধন করবেন বলে তিনি জানান।

ভাড়া প্রসঙ্গে যোগাযোগমন্ত্রী বলেন, ভালো গাড়িতে ভাড়া একটু বেশিই হয়। তবে জনগণের সামর্থ্যের কথা বিবেচনা ভাড়া পুন:নির্ধারণ করা হবে।  

কাজকে বেশি গুরুত্ব দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, ঘন্টাব্যাপী শুধু ভাষণ দিলে দেশের উন্নতি হবে না। বরং কাজ করতে হবে।

বাংলাদেশ সময় : ১৩০৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ