ঢাকা, শুক্রবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাভারে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৯, এপ্রিল ৫, ২০১৪
সাভারে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

সাভার (ঢাকা): সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।



শুক্রবার সাভারের ভাকুর্তা ইউনিয়নের চাইড়া ও খাগুরিয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বিকেলে ভাকুর্তা ইউনিয়নের চাইড়া খালের খাগুরিয়া ঘাটে ওই এলাকার কৃষকেরা ক্ষেত থেকে গাজর উঠিয়ে ধৌঁত করতে যায়। একই সময় চাইড়া গ্রামের কয়েকজন কৃষক ওই ঘাটে গাজর ধোঁয়ার জন্য গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে বিষয়টি উভয় গ্রামের লোকজনের মধ্যে জানাজানি হলে দুই গ্রামের লোকজন লাঠি নিয়ে নদীর ঘাটে জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে গ্রামবাসীরা জানিয়েছে।

তবে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি বলে জানিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মতর্কা (ওসি) মোস্তফা কামাল।

বাংলাদেশ সময়: ০১৩১ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ